সংবাদ শৈলী রিপোর্ট
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘নিহত পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে এক ছাত্রদল নেতা। তার ফুটেজ আমাদের কাছে আছে। তাকে চাপাতি দিয়ে কুপিয়ে তার মাথাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। এ দৃশ্য সবার হৃদয়ে দাগ কেটেছে।
’আজ শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।নিহত পুলিশ সদস্য পারভেজ ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটরী গ্রামের সেকেন্দার মিয়ার ছেলে।
তিনি বলেন, ‘আজকের ঘটনার সূত্রপাত হয় আওয়ামী লীগের একটি মিছিলে আক্রমণকে কেন্দ্র করে। শুধু আক্রমণ করে ক্ষান্ত হয়নি, তাদের বহনকারী দুটো পিকআপেও তারা হামলা করে। তারপর তারা প্রধান বিচারপতি বাড়িতে গেট ভেঙে ডুকে গেল, এ সময় তো পুলিশ আর নিষ্ক্রিয় থাকতে পারে না।
পুলিশ তার কাজ করেছে এবং তাদের ডিসপাচ করে দিয়েছে। তারপর আমরা দেখলাম ক্ষণে ক্ষণে তারা ঢিল-পাটকেল ছুড়ছে, বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দিচ্ছে, ককটেল বিস্ফোরিত করছে।’
পুলিশ অনেক ধৈর্যের সঙ্গে তাদের মোকাবেলা করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ পর্যন্ত রাজারবাগ পুলিশ হাসপাতালে অ্যাম্বুল্যান্সে আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশের অনেক স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছে, সরকারি প্রতিষ্ঠানেও আগুন ধরিয়ে দিয়েছে, জাজের্স কমপ্লেক্সের ভেতরেও তারা আক্রমণ করেছে।’