স্টাফ রিপোর্টার
নাটোরের গুরুদাসপুরে পরকীয়ার সম্পর্ক মেনে না নেয়ায় এক প্রবাসীর স্ত্রী ও তার প্রেমিক আত্মহত্যা করেছেন। উপজেলার চরপিপলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মুক্তার মোল্লার স্ত্রী আতিয়া খাতুন (৩০)। তাদের বিয়ে হয় ১২ বছর আগে। বিয়ের পর স্বচ্ছলতা ফেরাতে বিদেশে চলে যান মুক্তার। স্বামী বিদেশ যাওয়ার দীর্ঘদিন পরে প্রতিবেশী আলতাব আলীর ছেলে রাকিব হোসেনের (২২) সাথে আতিয়ার পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্ক পরিবারের লোকজন মেনে না নেয়ায় তারা আত্মহত্যা করেন। আতিয়া উপজেলার পিপলা গ্রামের আজিজ মিনার মেয়ে ও চরপিপলা গ্রামের গাজী মোল্লার পুত্রবধু।
থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, তাদের পরকীয়ার বিষয়টি জানাজানি হলে আতিয়ার শ্বশুড় বাড়ির লোকজন তাকে গালমন্দ করেন। ক্ষোভে অভিমানে মঙ্গলবার দুপুরে বিষপান করেন আতিয়া। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নিলে গভীর রাতে মারা যান। আতিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে বুধবার ভোর রাতেই প্রেমিক রাকিবও নিজ বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
তবে আতিয়ার বাবা আজিজ মিনা বলেন, আতিয়ার মাথায় সমস্যা থাকায় সে বিষপানে আত্মহত্যা করেছে। মেয়ের পরকীয়ার বিষয়ে জানতেন না তিনি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, পরকীয়ার কারণে তাদের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা হয়েছে। দুজনের লাশ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।#