স্টাফ রিপোর্টার
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কারণ দর্শানোর(শোকজ) নোটিশের জবাব দিয়েছেন নাটোর-৩(সিংড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক,টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ শুক্রবার(১লা ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে নিজের প্রতিনিধি মারফত শোকজের জবার দেন প্রতিমন্ত্রী পলক।
খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ২১ জন প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারন দর্শানোর নোটিশ দেন নির্বাচন কমিশন।এর জবাবে শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় নাটোর সার্কিট হাউজে নাটোর-৩ আসনের জন্য দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান পাবনা জেলা সহকারি জজ আদালতের বিচারক মোস্তফা কামালের কাছে প্রতিমন্ত্রী পলক স্বাক্ষরিত শোকজের লিখিত জবাবের চিঠি তুলে দেন তাঁর ব্যক্তিগত সচিব ও সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন।
এ ব্যাপারে জানতে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে ফোনে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সচিব মাওলানা রুহুল আমিন জানান,
সিংড়ার সর্বস্তরের মানুষ ভোট নিয়ে উৎসাহী।মনোনয়ন জমা দেবার দিন আমরা চেষ্টা করেও নৌকাপাগলদের জনস্রোত ঠেকাতে পারি নাই।তারা একেবারে সহকারি রিটার্নিং কর্মকর্তার দরজা পর্যন্ত চলে আসে।এটি অনাকাঙ্ক্ষিত ও অনিচ্ছাকৃত।তবুও মাননীয় প্রতিমন্ত্রী নির্বাচন কমিশন ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে জবাব পাঠিয়েছে।আজ শুক্রবার তাঁর(প্রতিমন্ত্রীর) শ্বশুরের কুলখানি অনুষ্ঠিত হওয়ার ঘরোয়া আয়োজনে ব্যস্ত থাকায় নিজে উপস্থিত হতে পারেননি।
Post Views: 762