স্টাফ রিপোর্টার
নাটোরের বাগাতিপাড়ায় নিখোঁজের ৪২ ঘন্টা পর বড়াল নদীর তীর থেকে মতলেব হোসেন (৬৭) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। । উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর এলাকার বড়াল নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। মতলেব হোসেন একই এলাকার মৃত আতাহার প্রামানিকের ছেলে।
স্থানীয়রা ও পরিবারের লোকজন জানান, বুধবার সন্ধ্যায় মতলেব নৌকাযোগে বড়াল নদী পার হয়ে বাশবাড়ীয়া বাজারে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় বৃহস্পতিবার থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এরই এক পর্যায়ে শুক্রবার সকালে নদীর তীরে একটি ঝোঁপের মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয় স্থানীয়রা। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরৎহাল প্রতিবেদন তৈরী করে।
পরিবারের লোকজনের ধারণা, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মতলেব হোসেনের মৃত্যু হয়ে থাকতে পারে।
বাগাতিপাড়া থানার অফিসার ইনজার্জ নান্নু খান জানান, মতলেবের মরদেহে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্র বন্ধ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।