স্টাফ রিপোর্টার
নাটোরে ৪ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইন ও পাথর বোঝাই ট্রাকসহ ০২ জন গ্রেফতার করেছে পুলিশ। গতরাত তিনটায় শহরের বড় হরিশপুর বাইপাস মোড়ে একটি পাথর বোঝাই ট্রাকে তল্লাশী চালিয়ে এই হেরাইন উদ্ধার ও গ্রেফতার করা হয়। আজ বুধবার দুপুরে হরিশপুর পুলিশ লাইন ড্রিল সেডে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম এসব তথ্য জানান।
পুলিশ সুপার জানান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র ) এস. এম. আবু সাদাদ তার সঙ্গীয় ফোর্স সহ রাত্রীকালিন ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, চাঁপাইনবাবগঞ্জ জেলা হতে ঢাকাগামী পাথর বোঝাই হলুদ রংয়ের ১ টি টাটা ট্রাক অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ নাটোরের দিকে আসছে। ওই সংবাদের ভিত্তিতে নাটোর শহরের বড় হরিশপুরস্থ মেসার্স মুন মটরসএর দোকানের সামনের রাস্তায়য় ঢাকা মেট্রো -ট -১২-০৬৬৮ নম্বরের হলুদ রংয়ের ট্রাকটি থামান। এসময় ট্রাকে তল্লাশী করে ড্যাশ বোডের ভিতর সাদা পলিথিনে মোড়ানো ৯ টি প্যাকেটের ভিতর প্রায় ০৪ কোটি টাকা মূল্যের তিন কেজি সাত’শ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার ও ট্র্কাটি জব্দ করে। এসময় চাপাইনবাবগঞ্জ জেলার সাহেব পাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে সাগর আলী ২১ , এবং হেলপার গাজীপুর জেলার কালী গঞ্জ উপজেলার ব্রাম্মনওগা গ্রামের মোঃ সেলিমের ছেলে সালাহ উদ্দিন (২ গ্রেফতার করে।
পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে।