স্টাফ রিপোর্টার
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের স্বতন্ত্রপ্রার্থী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দসু শোভনকে উদ্দেশ্য করে গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বলেছেন, ‘‘যিনি বিলসার সরকারী কুচ পুকুরে সুড়ম্ব প্রাসাদ তৈরী করেছেন, গুরুদাসপুর মহিলা সমিতির ৪২ শতাংশ জায়গার ওপর কল্লোল ফাউন্ডেশন নামে একটি ভিত্তিহীন প্রতিষ্ঠান গড়েছেন, চাঁচকৈড়ের ডা. খলিল ও মদন কর্মকারের জায়গা দখল করার পায়তারা করেছেন, চাঁচকৈড় হাট ও বাজারে তিনগুন হারে খাজনা বাড়িয়েছেন, তাদের মানুষ ভোট দেবে না। উন্নয়নের প্রতিক শেখ হাসিনার নৌকাতেই স্বতস্ফুর্তভাবে ভোটাররা উৎসবমুখর পরিবেশে আগামী ৭ জানুয়ারী ভোট দেবেন’’।
সোমবার রাত ৯ টার দিকে গুরুদাসপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের নৌকার অফিস উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতা ফকির চাঁন্দের সভাপতিতে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়মূলক কর্মকান্ডের বর্ণনা দিয়ে নৌকার পক্ষে সবাইকে ভোট দেওয়ার আহবান জানান।
ট্রাক প্রতিকের স¦তন্ত্রপ্রার্থী শোভন কুদ্দুস এসব অভিযোগ অস্বীকার করে অভিযোগকারী নেতাদের প্রতি সম্মান জানিয়ে বলেন, প্রমাণ ছাড়া এমন অভিযোগ করা ঠিক নয় এবং এসব বললে আমার জনপ্রিয়তা কমবে না।
দ¦াদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সমর্থনে আয়োজিত সভায় গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দেশি-বিদেশি চক্রান্ত প্রতিহত করতে নৌকায় ভোট দেওয়া ছাড়া বিকল্প পথ নেই বলে মনে করেন তিনি।#