স্টাফ রিপোর্টার
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের উপনির্বচন হবে আগামী ১১ অক্টোবর। ভোটগ্রহণ হবে ব্যালটে। সিসি ক্যামেরা ব্যবহার করা হবে না। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনটি শূন্য হয়।
কমিশন সভার শেষে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিনি জানান, এ নির্বাচনে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর, ১৮ সেপ্টেম্বর বাছাই, প্রত্যাহারের শেষ সময় ২৪ সেপ্টেম্বর। ভোট হবে আগামী ১১ অক্টোবর। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ২৩ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে প্রতীক বরাদ্দ হবে ২৫ সেপ্টেম্বর।