স্টাফ রিপোর্টার

 নাটোর-২(নাটোর সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।


সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থীদের নাম ঘোষণা করেন।


অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ১৯৯৬ সাল থেকে ২০০৬ পর্যন্ত তিনি নাটোর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০২ সালে অষ্টম জাতীয় সংসদে নাটোর সদরের প্রথম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপমন্ত্রী হন। এরপর ভূমি উপমন্ত্রী দায়িত্ব পালন করেন তিনি। এরপর তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ছিলেন। বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়াও বিএনপির এ নেতা দীর্ঘদিন নাটোর জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

নাটোরের জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম বলেন, মিটিং-মিছিল, মোটরসাইকেল শোডাউন এবং মিষ্টি বিতরণ না করতে রুহুল কুদ্দুস তালুকদার দুলু নেতা কর্মীদের অনুরোধ জানিয়েছেন ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *