স্টাফ রিপোর্টার

ভাই ইয়াসির অঅরশাদ রাজন এবং বোন ফারজানা শমারমিন পুতুল#সংবাদ শৈলী
ভাই ইয়াসির অঅরশাদ রাজন এবং বোন ফারজানা শমারমিন পুতুল#সংবাদ শৈলী

নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া)আসনে বিএনপি’র (বিদ্রোহী)স্বতন্ত্র প্রার্থী ডা. ইয়াসির আরশাদ রাজন মনোনয়ন প্রত্যাহার না করলেও তিনি কোন প্রতীক বরাদ্দ নেননি। এই আসনে তিনি তার বোন বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুলকে সমর্থন দিয়েছেন।
বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে সবে প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে ডাক্তার ইয়াসির আরশাদ রাজন নির্বাচনে প্রতিদ্বন্দিতা থেকে সরে দাঁড়ান। এ বিষয়ে  ডাঃ ইয়য়াসির আরশাদ রাজন বলেন, আমি মনোনয়ন প্রত্যাহার করেছি। অঅপাতত কাউকে সমর্থন দিইনি।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রার্থিতা প্রত্যাহারের পাশাপাশি তিনি একই আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও তার আপন বোন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন। তবে এই আসন থেকে বিএনপির অপর বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতীক বরাদ্দ শেষে  ফারজানা শারমিন পুতুল বলেন ভাইয়া ডাক্তার ইয়াসির আরশাদ রাজন তার সঙ্গেই আছেন। তিনি বিদ্রোহী প্রার্থী তাইফুল ইসলাম টিপুর উদ্দেশ্যে বলেন তিনি যেন তার নির্বাচনী প্রচারণায় তারেক রহমান বা বিএনপির কোনো লোগো ব্যবহার না করেন।  উল্লেখ্য গতকাল মঙ্গলবার বিকাল ৫টার পরে মনোনয়ন প্রত্যাহারের জন্য ডাঃ ইয়াসির অঅরসাদ রাজন  আবেদন করেন। একারণে রিটার্নিং অফিসার তার আবেদন গ্রহণ করেন নি। তবে আজ বুধবার তিনি কোন প্রতিক বরাদ্দ নেননি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *