স্টাফ রিপোর্টার
নাটোর ১ আসনের এমপি আবুল কালাম আজাদের সংসদ সদস্য পদ বাতিলের দাবীতে মানববন্ধ ও মিছিল করেছে বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের একাংশের নেতা কর্মিরা। আজ সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার মালঞ্চি রেলগেট এলাকায় এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সহ-সভাপতি দীপক কুমার কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব।
এ সময় বক্তারা সংসদ সদস্যকে দুর্ণীতিবাজ ও সন্ত্রাসী উল্লেখ করে বলেন, মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে বক্তব্য দেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী খরচ ১ কোটি ২৬ লাখ টাকা। সেই খরচের টাকা তিনি যেকোন ভাবে দুর্ণীতি করে তুলবেন বলে ঘোষনা দেন। সংসদ সদস্য হয়ে এমন ঘোষনা দেশ বিরোধী এবং দল বিরোধী। এমন এমপি সংসদে থাকার যোগ্যতা রাখেনা। সেকারনে দ্রুত তার সংসদ সদস্য পদ বাতিল সহ দলীয় পদ বাতিলের দাবী জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ মার্চ) লালপুর উপজেলা প্রশাসনের আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নাটোর-১ (লালপুর –বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম আজাদ বক্তব্যে বলেন, এইটুক অন্যায় করব, আর করব না। নির্বাচনে ১ কোটি ২৬ লাখ টাকা আমি খরচ করেছি, এটা তুলব। এটা আমি তুলব, যেভাবে হোক এটা আমি তুলব। ২৫ লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছি। ট্যাক্স-ফ্রি গাড়ি কিনেছিলাম ২৭ লাখ টাকা দিয়ে। আমি চাইলে ১ কোটি টাকা দিয়ে কিনতে পারতাম। যেহেতু আমার টাকা নাই, আমি ২৭ লাখ টাকা দিয়ে কিনেছিলাম। এবার আমি কিনব, ওই টাকা দিয়ে কিনব। ওই টাকা, আমি তুলে নেব এবার। সংসদ সদস্যের প্রকাশ্যে এমন বক্তব্যে দেশজুড়ে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
এ বিষয়ে সংসদ সদস্য আবুল কালাম আজাদেও বক্তব্য জানার জন্য বেলা আড়াইটার দিকে তার মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও ফোনের সুইচ অফ পাওয়া যায়।