স্টাফ রিপোর্টার
নাটোরে মোটরসাইকেলের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন। আজ রবিবার (২৪ আগস্ট) সকাল ৮ টায় নাটোর বনপাড়া মহাসড়কের হয়বতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত পথচারী নাজিম উদ্দিন নাটোর সদর উপজেলার ইব্রাহীমপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে ।
প্রত্যক্ দর্শীরা জানায়, আজ সকাল ৮টায় হয়বতপুর বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মোটরনাইকেল নাজিম উদ্দিনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝলমলিয়া হাইয়ে থানার ওসি মো : মাহাবুর রহমান জানায়,ঘটনাস্থলে নাটোর ঝলমলিয়া হাইয়ে থানার পুলিশ এবং নাটোর ফায়ার সার্ভিস উপস্থিত কর্মীরা উপস্থিত হন। । পরে নিহত নাজিম উদ্দিনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়। দুর্ঘটনায় সাথে জড়িত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।