স্টাফ রিপোর্টার
নাটোর আধুনিক সদর হাসপাতাল এলাকায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ গ্রæপের হামলায় এক আনসার সদস্যসহ ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এসময় ৩ জনের অবস্থা গুরুতর হলে তাদেরকে রাজশাহী মেডিকেলে প্রেরন করা হয়।মঙ্গলবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতাল এলাকায় হামলার ঘটনা ঘটে ।নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, মঙ্গলবার রাতে পূর্ব বিরোধের জেরে হাসপাতাল এলাকায় জীবন গ্রæপের সাথে আল আমিন গ্রæপের মধ্য সংঘর্ষ হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে এক গ্রæপের মোমিন-৩৬, আল আমিন-২৪ হাবিব-২৯ সহ ৪ জন আহত হন। এ সময় সংঘর্ষ ঠেকাতে গিয়ে হাসপাতালের দায়িত্বে থাকা আনসার সদস্য বদর উদ্দিন আহত হন। সংঘর্ষে মোমিন, আল আমিন ও হাবিবের অবস্থা অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ তৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশ অভিযানে রয়েছে।#