স্টাফ রিপোর্টার
মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় নাটোর সদর উপজেলায় আরো ১০০ টি গৃহহীন ও ভ’মিহীন পরিবার সরকারি ঘর পাচ্ছেন। ৯ আগস্ট উপকারভোগীদেরকে ২ শতাংশ জমিসহ ঘরের চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে নাটোর সদর উপজেলায় বিভিন্ন মেয়াদে ২৭ কোটি ৮৩ লক্ষ ৬৪ হাজার ৫০০ টাকা ব্যয়ে ১০৮৯ টি বাড়ী প্রস্তুত করা হয় এবং ভ‚মিহীন পরিবারের কাছে তা হস্তান্তর করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। এসময় সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা ওমর খৈয়ামসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইতোপূর্বে নাটোর জেলায় চারটি পর্যায়ে ৫ হাজার ৫২টি পরিবারকে জমির দলিলসহ বাড়ি হস্তান্তর করা হয়েছে। জেলার তিনটি উপজেলায় ৫৬৭টি বাড়ির নির্মাণ কাজ সম্প্রতি শেষ হয়েছে।