
স্টাফ রিপোর্টার
নাটোর শহরের বড়ভিটা এলাকা থেকে গলাকাটা অজ্ঞাত এক তরুণীর -২০ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা দুইটার দিকে বড়ভিটা সংলগ্ন ভেদরার বিল এলাকারএকটি পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন জানান, আজ সোমবার দুপুরে এলাকাবাসী পুকুরপাড়ে অজ্ঞাত এক তরুণীর গলাকাটা মৃতদেহ দেখে পুলিশকে জানায়। নাটোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে । উপস্থিত এলাকাবাসী জানান ওই তরুণী বয়স ১৫ থেকে ২০ বছর হবে। তবে এই এলাকার কেউ তাকে চিনতে পারে নাই। নাটোর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তরুণীর পরিচয় উদ্ধার সহ ঘটনার সাথে কারা জড়িত সে বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই লাশ ময়নাতদন্তের জন্য নাটোর হাস পাতাল মর্গে প্রেরণ করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
