স্টাফ রিপোর্টার
নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। গত রাত তিনটা বিশ মিনিটে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে মুক্তিসেনা নামে (ঢাকা মেট্রো-৯৮৪৪) এই বাসটি পুড়ে ভস্মিভুত হয়। এসময় কেউ বাসে ছিলেন না।
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগমুহূর্তে নাটোর শহরের মাদরাসা মোড় পুরাতন বাসটার্মিনাল সংলগ্ন ভবানীগঞ্জ মোড়ে নাটোর-বগুড়া মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
বাসের চালক প্রিন্স জানান, মুক্তি সেনা নামে এই বাসটি গত ৬/৭ মাস ধরে এই বাসটি রাত্রীতে এখানেই রাখা হয়। আমরা ভাবতেও পারিনি যাত্রীবাহীন দাড়িয়ে থাকা কোন বাসে কেউ আগুন দিতে পারে। তিনি বলেন, গত রাত দুটো পর্যন্ত তারা বাসের কাছেই ছিলেন। রাত দুটোর বাড়ি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন । এরপরএরপর রাত তিটিা বিশ মিনিটে মোবাইলে খবর পাই আমাদের বাসে আগুন দিয়েছে। এরপর ফায়ার সার্ভিসে ফোন দেওয়ার ৪৫ মিটি পরে তারা ঘটনাস্থলে পৌছে। তাদের একটাই কথা পুলিশ না পৌছিলে আমরা যেতে পারবনা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। ততক্ষণে বাসটির ভেতরের সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র্যাব-বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রিন্স অভিযোগ করেন ৪/৫ জন দুর্বৃত্ত এসে প্রেট্টোল ঢেলে আগুন দিয়ে বাসটি পুড়িয়ে দিয়েছে। স্থানীয় লোকজনদের সাথে কথা বলে বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি।
নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত ফায়ার ফাইটার সোহেল বলেন, তাঁরা রাত ৩টা ২০ মিনিটে বাসে আগুন লাগার খবর পান। এর পরপরই তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নাশকতাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।