স্টাফ রিপোর্টার

নাটোর শহরের ভাড়াবাড়ি থেকে মেডিকেল ইনফরমেশন অফিসারের ঝুলন্ত লাশ উদ্ধার#sangbad shoily
নাটোর শহরের ভাড়াবাড়ি থেকে মেডিকেল ইনফরমেশন অফিসারের ঝুলন্ত লাশ উদ্ধার#sangbad shoily
নাটোর শহরের বলারিপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের মেডিক্যাল ইনফরমেশন অফিসার (এমআইও) আব্দুস সামাদ (২৯) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রবিবার (১৮ জানুয়ারি) সকালে অফিসে না যাওয়ায় সহকর্মীরা দুপুরে তার বাসায় যান। ভেতরে দরজা বন্ধ পেয়ে তারা বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করেন। পরে ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে আব্দুস সামাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নিহত আব্দুস সামাদ নওগাঁ জেলার আত্রাই উপজেলার ছলিমপাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে। চার ভাই–বোনের মধ্যে তিনি তৃতীয়। চাকরির কারণে দীর্ঘদিন ধরে তিনি নাটোর শহরে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
বাড়ির মালিক আবুল কালাম আযাদ বলেন, সে খুব ভদ্র ও শালীন ছেলে ছিল। কী কারণে এমন ঘটনা ঘটলো আমরা বুঝতে পারছি না। নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম বলেন, সামাদ কখনও কারো সঙ্গে খারাপ আচরণ করেনি। সে খুব ভদ্র ও শান্ত স্বভাবের ছিল।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *