স্টাফ রিপোর্টার
নাটোর শহরের কান্দিভিটা চৌধুরী আম বাগান সংলগ্ন একটি নির্মিয়মান পরিত্যক্ত ঘর থেকে নদীয়া বেগম-২০ নামে একযুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে তিনটার দিকে সংবাদ পেয়ে পুলিশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। মৃত নদীয়া খাতুন নাটোর সদর উপজেলার ছাতনী গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, সোমবার বেলা সাড়ে তিনটার দিকে স্থানীয় কিছু ছোট ছোট ছেলেরা খেলাধুলার এক পর্যায়ে আম বাগান লাগোয়া একটি নির্মিয়মান পরিত্যক্ত ঘরের একটি কোণে মেয়েটির লাশ দেখতে পেয়ে চিৎকার করে উঠে। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে।
মৃত নদীয়ার ভাই মিন্টু বলেন, গতকাল রবিবার নাদিয়ার স্বামী রাব্বির স্ট্রোক জনিত কারণে মৃত্যু হয়। এপর থেকেই সে অস্বাভাবিক আচরণ শুরু করে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে বাড়ির সকলের অজান্তে সে বাড়ি থেকে বের হয়ে চলে আসে। এরপর সে ফোন করে জানায় আমি বিষ খেয়েছি। আমার স্বামী নেই আমিও আর বাঁচতে চাই না। এরপর সে কোখায় আছে জানতে চাইলে তার ফোন বন্ধ করে দেয়। পরে পুলিশের কাছে সংবাদ পাই তার বোন আর বেঁচে নেই। মিন্টু জানান, নাদিয়ার তিন বছরের একটি শিশু সন্তান রয়েছে। ্আরেকটি তিন মাসের সন্তান তার পেটে রয়েছে। এটা আমাদেও জন্য খুবই দুঃখ জনক ঘটনা। অপরদিকে লাশ উদ্ধারের সংবাদ পেয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামসহ ডিবি এসবি সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, একটি পরিত্যক্ত ঘর থেকে যুবতীরলাশ উদ্ধার করা হয়েছে। সে কিভাবে এখানে এলো কিভাবে তার মৃত্যু হয়েছে এসব বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। অপরাধী যেই হোক তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।