স্টাফ রিপোর্টার

নাটোর শহরের বড়ভিটা এলাকা থেকে গলাকাটা নিহত তরুণীর পরিচয় মিলেছে। নিহত তরুণী নাটোর সদর উপজেলার পাইকরদোল গ্রামের আবু জাফরের মেয়ে ফারজানা ইয়াসমিন নুপুর ২০। সোমবার বেলা দুইটার দিকে বড়ভিটা সংলগ্ন ভেদরার বিল এলাকারএকটি পুকুর পাড় থেকে অজ্ঞাত ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় লোকজন জানান, সোমবার দুপুরে এলাকাবাসী পুকুরপাড়ে অজ্ঞাত এক তরুণীর গলাকাটা মৃতদেহ দেখে পুলিশকে জানায়। নাটোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতালে প্রেরন করে । , বিকেল ৪টার দিকে ফেসবুকে ওই তরুণীর মৃতদেহ দেখতে মেয়ে তরুণীকে সনাক্ত করে তার পরিবারের লোকজন । তারা জানান, প্রায় ছয় বছর পূর্বে পারিবারিকভাবে নুপুরের সাথে বিয়ে দেওয়া হয় শংকরভাগ গ্রামের তৌহিদের সংগে বিয়ে দেওয়া হয়। এ অবস্থায় বছর খানেক আগে সে নাটোর সদর উপজেলার বড়ভিটা গ্রামের সাত্তার আলীর ছেলে রাজুর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। ৯মাস পূর্বে প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে গোপনে বিয়ে করে রাজুকে। কিন্তু নুপুরের পরিবাবের কেই এই সম্পর্ক মেনে নেয়নি। এদিকে রাজুর সাথেও তাদের বিবাহিত জীবন সুখের ছিলনা। এই অবস্থায় সোমবার (৫জানুয়ারী ) বড়ভিটা বিলের পুকুর পাড়ে একটি পরিত্যক্ত ঘর থেকে নুপুরের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
নাটোর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বিএ ঘটনায় নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। অভিযুক্তকে গ্রেফতারের পরে হত্যাকান্ডের বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
