স্টাফ রিপোর্টার
নাটোরে নিষিদ্ধ ঘোষিত পৌর যুবলীগের সভাপতি অ্যাডভোকেট সায়েম হোসেন উজ্জ্বলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার নাটোর শহরের কান্দিভিটা মহল্লার নিজ বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নাটোর থানার ওসি মাহবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত সায়েম হোসেন উজ্জল নাটোর পৌর যুবলীগের সভাপতি ।
পুলিশ জানায়, গোপন সূত্রে সংবাদের প্রেক্ষিতে নাটোর থানা পুলিশের একটি দল শহরের কান্দিভিটা মহল্লায় অভিযান চালিয়ে সায়েম হোসেন উজ্জ্বলকে গ্রেফতার করা হয়। সায়েম হোসেন উজ্জলের বিরুদ্ধে হত্যা সহ ৮টি মামলা রয়েছে। তাকে বিকেলে আদালতে প্রেরন করা হলে শুনানি শেষে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন ।