স্টাফ রিপোর্টার
উত্তরবঙ্গের অন্যতম শিল্প প্রতিষ্ঠান নাটোরের লালপুর উপজেলা গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ৯১তম মাড়াই মৌসুমের সমাপ্তি ঘোষনা করা হয়েছে। রবিবার( ৩ মার্চ ২০২৪)ভোর পৌনে চারটার দিকে ২০২৩-২০২৪ আখ মাড়াইয়ের আনুষ্ঠানিক ভাবে সমাপ্ত করা হয়।
চিনিকল সুত্র জানায় ,২০২৩ সালের ১০ নভেম্বর বিকেলে ২০২৩-২০২৪ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। চলতি আখ মাড়াই মৌসুমে ১০৩ কার্যদিবসে ১ লাখ ৭০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। চিনি আহরণের হার ধরা হয়েছিল শতকরা ৬ দশমিক ৯০ ভাগ। উৎপাদিত চিনির দাম ধরা হয়েছিল ১৫০ কোটি টাকা । কিন্তু চিনিকলটি ১০৩ কার্যদিবসের স্থলে ১১৪দিন চিনি উৎপাদন করলেও কাংখিত লক্ষ্য মাত্রা ও চিনি আহরণের গড় হার অর্র্জন করতে পারেন্।ি গত ১১৪ মাড়াই দিবেসে চিনিকলটি ১ লাখ ৮৮ হাজার ৬৩৩ মে: টন আখ মাড়াই চিনি উৎপাদন করেছে ১০ হাজার ৫২৫ মেঃটন চিনি ।চিনি আহরণের গড় হার শতকরা ৬.৬২ পার্সেন্ট । গত ২০২২-২৩ মাড়াই মৌসুমে নর্থ েেবঙ্গল সুগার মিল ৮১হাজার ৮২৯ মেঃটন আখ মাড়াই কওে িিচনি উৎপাদন করেছিল ৪হাজার ৪০৭ মেঃটন।
মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ খবির উদ্দিন মোল্লা জানান, এবার চিনিকলটি আখের দাম ১৮০ টাকা থেকে বাড়িয়ে ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী মৌসুমে তা আরও বাড়িয়ে ২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। চাষিদের কষ্টার্জিত আখের দাম সহজ ও নিরাপদ করতে বিকাশ সিস্টেম চালু করা হয়েছে। প্রান্তিক চাষিদের মধ্যে পুর্জির ব্যবস্থা করা হয়েছে। মিলকে লাভজনক ও চাষিদের আখ আবাদে উৎসাহিত করতে ভর্তুকির ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া পাওয়য়ার ক্রাশার মেশিেেন আখ মাড়াই বন্ধে স্থানীয় প্রশাসন জিরো টলারেন্স দেখিয়েছেন। ফলে চিনিকলে আখ সরবরাহ করায় চিনিকলটি ১১৪দিন পর্র্যন্ত মাড়াই চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে। তিনি বলেন এবারের চিনি উৎপাদন গত ১০ টি মাড়াই মৌসুমের মধ্যে সর্বোচ্চ। তিনি বলেন ২০২৩-২০২৪ রোপণ মৌসুমে এ পযর্ন্ত আখ রোপণ হয়েছে ১৭ হাজার ৫৮০ একর জমিতে। পর্যাপ্ত আখ পাওয়া গেলে আগামি মৌসুমে চিনিকলটি হয়তো লাভের মুখ দেখতে পারবে।