স্টাফ রিপোর্টার
নাটোরের সিংড়া থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে গাঁজা পাচারকালে তিনজনকে আটক করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।সোমবার (৭ আগস্ট) ভোর ৬টার দিকে নাটোরের সিংড়া থানার লালোর বাজারে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়। এ সময় একটি মাইক্রোবাসেও গাঁজা পাওয়া যায়। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান, তার নেতৃত্বে একটি দল আজ সোমবার সকাল ৭টার দিকে নাটোরের সিংড়া উপজেলার লালোর বাজার এলাকায় এ অভিযান চালায়। গাঁজার এই চালানটি এসেছিল কুড়িগ্রাম থেকে। আজ সকাল ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানানো হয়।
অভিযানে গ্রেপ্তারকৃত তিনজন হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুরুশা ফেরুশা গ্রামের নূর আলিম সরকার মিলন (৩৭), একই উপজেলার ধুলারকুটি গ্রামের মোমিনুল ইসলাম (৩৬) এবং পানিমাছকুটি গ্রামের হোসাইন আহমেদ (২৩)।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে একটি গোয়েন্দা দল নাটোরের লালোর বাজারে অবস্থান নেয়। এমন সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি গাড়িতে তল্লাশি করে মাঝের সিটের পেছনে রক্ষিত ১৫০ কেজি এবং অপর একটি মাইক্রোবাসে তল্লাশি করে ৯০ কেজি গাঁজা পাওয়া যায়। সর্বমোট ২৪০ গাঁজা কেজি এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত গাড়ি দুটি জব্দ করা হয়।
এই অভিযানে গ্রেপ্তার তিনজনের মধ্যে নূর আলিম সরকার মিলন কুড়িগ্রামের একজন শীর্ষ মাদক কারবারি। লোক দেখানো ইলেকট্রিনিকস ব্যবসার আড়ালে মাদকের কারবার করে বিপুল বিত্ত-বৈভবের মালিক হয়েছেন তিনি।’
তিনি আরো বলেন, ‘হোসাইন আহমেদও মাদকের অন্যতম হোতা।গত ২৬ মে তাকে ১১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা। গ্রেপ্তারের ২৬ দিনের মাথায় তিনি আদালত থেকে জামিন পান। কারাগার থেকে বেরিয়েই আবারও শুরু করেন গাঁজার কারবার। মোমিনুল এ দুজনের সহযোগী। তাদের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করা হয়েছে।’
Post Views: 144