স্টাফ রিপোর্টার
নাটোরের স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় জমিন উদ্দিন (৫৫) নামের এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত চারটার দিকে নাটোর স্টেশন সংলগ্ন হুগোলবাড়িয়া গোডাউনের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত জমিন উদ্দিন নলডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর দীঘা গ্রামের মৃত লবির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক এবং মানসিক রোগী৷
নাটোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আসাদুজ্জামান আসাদ জানান, এলাকাবাসীর মারফত তিনি জানতে পারেন নাটোর বাফার গোডাউনের পাশে রেল লাইনের উপরে একটি মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে এলাকাবাসীর দেয়া তথ্য মতে জানা যায়, আজ ১৫ নভেম্বর ভোর চারটার দিকে ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। তিনি আরো জানান, এ ব্যাপারে সান্তাহার জিআরপি থানায় সংবাদ দেয়া হয়েছে। নিহত জমিন আলীর আত্মীয় রেজাউল করিম জানান, গতকাল সন্ধ্যার পরে জমিন আলী সাইকেল নিয়ে কৃষ্ণপুর দীঘার বাড়ি থেকে বের হয়ে যায়। জমিন আলী একজন মানসিক প্রতিবন্ধী ব্যক্তি। আজ সকালে লোকজন তার মরদেহ রেল লাইনের উপরে পড়ে থাকতে দেখে। পরে তার পকেটে থাকা মোবাইল ফোন থেকে জমিনের বাড়িতে ফোন দেয়। লোকজনের মারফত খবর পাওয়া যায় তার মরদেহ স্টেশনের অদূরে বাফার গোডাউন এর পাশে রেল লাইনের উপরে পড়ে আছে।পরে শাান্তাাহার রেলওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন।