নাটোর জেলা প্রশাসনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন#সংবাদ শৈলীনাটোর জেলা প্রশাসনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন#সংবাদ শৈলী


স্টাফ রিপোর্টার

নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস দিবস উপলক্ষে নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই আন্দোলনে নাটোরে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারী কর্মকর্তাগণ।
শহরের ভবানীগঞ্জ মোড়ে জুলাই শহিদদের স্মৃতিস্তম্ভ নির্ধারিত সময়ের মধ্যে নির্মান করতে না পারায় সকাল সাড়ে ৯টার দিকে গাড়ীখানা গোরস্থানে ৫জন শহিদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহরের জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা এবং শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান, জেলা প্রশাসন। জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপেিত্ব আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন, সিভিল সার্জন ডাঃ মোক্তাদির আরেফিন, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট বাসুদেব ঘোষ, জেলা বিএনপি, সদস্য সচিব আসাদুজ্জামান, জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, শহীদ আকিবের পিতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মীম ও শিশির প্রমুখ। পরে সন্মাননা স্মারক প্রদান করা হয় শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাগণকে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *