স্টাফ রিপোর্টার
রাতের আঁধারে নাটোরের কয়েকটি স্থানে ৫ আগস্টের ছাত্র জনতার অভুুথ্থানের চেতনায় গ্রাফিতির মধ্যে জয় বাংলা স্লোগান লেখা হয়েছে। গতরাতে কে বা কারা নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ, নাটোর পৌরসভা, উপজেলা পরিষদ এবং পানাশী কার্যালয়ের সামনে এই স্লোগান লেখা হয়। সকালে লোকজন এ ধরনের লেখা দেখে একটু বিস্মিত হন। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় গা ঢাকা দিয়ে অথবা পালিয়ে রয়েছেন ।অপরদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর পরেই সংশ্লিষ্ট অফিসগুলো এই লেখাগুলো মুছে ফেলার উদ্যোগ নিয়েছেন ।
সরজমিনে দেখা যায়,, দুপুরে এনএস সরকারী কলেজ শাখা ছাাত্রদলের উদ্যোগে গ্রাফিতির মধ্যে লেখা জয়বাংলা স্লোগান লেখা মোছার কাজ চলছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন মন্তব্য করতে চাননি ।জাতীয়য়তাবাদী ছাত্রদল এনএস কলেজ শাখার যুগ্ন আহবায়ক জুবায়ের হোসেন জনি বলেন, জনমনে ভীতি তৈরির জন্যই এ ধরনের অপকৌশল নেয়া হয়েছে। ছাত্রদল বিএনপি সহ বাংলাদেশের মানুষ এসব অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে। অপরদিকে আওয়ামীলীগের একজন নেতা নাম প্রকাশ না করে কালের কণ্ঠকে বলেন, যেহেতু এই মুহুর্র্তে আওয়ামীলীীগ প্রকাশ্যে রাজনীতি করতে পারছেনা। দলের নেতা কর্মিদের ওপর চলছে নিপিপড়ন নির্যাাতন। সে কারণেই তােেদর উপস্থিতি জানান দিতেই এ্ই স্লোগান লেখার আয়োজন করা হয়েছে।