নাটোরে ৩০০০ পিস ইয়াবাসহ দুই মহিলা গ্রেফতার#সংবাদ ণৈলীনাটোরে ৩০০০ পিস ইয়াবাসহ দুই মহিলা গ্রেফতার#সংবাদ ণৈলী

স্টাফ রিপোর্টার
নাটোরের তিন হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মহিলাকে গ্রেফতার করেছে (ডিবি)জেলা গোয়েন্দা পুলিশ । শনিবার সকালে নাটোর সদর উপজেলা এক ডালা নারায়ণপুর গ্রাম থেকে ইয়াবা সহ ওই দুই মহিলাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কি করে হলেন, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের জয়নাল উদ্দীনের স্ত্রী জুবাইরা ৩০ এবং কক্সবাজার জেলা সদরের উত্তরপাড়া (নতুন বিমানবন্দরের পাশে) নূর হোসেনের স্ত্রী মোসাম্মৎ দোলু-২৫।
পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শনিবার (১৬ আগস্ট ) সকালে নাটোর ডিবি পুলিশের একটী দল নাটোর সদর উপজেলার তেবাড়ীয়া ইউনিয়নের একডালা নারায়নপাড়া গ্রাম এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় জোবাইরা ও দোলুর কাছ থেকে তিন হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নাটোর সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *