নাটোরপ্রতিনিধি:
নাটোরেচতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে ৩টি উপজেলায় ৫৬৭ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় নাটোর সদর উপজেলায় উপস্থিত ছিলেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুলইসলাম শিমুল, সদরউপজেলানির্বাহীকর্মকর্তাসারমিনাসাত্তার, সদর সহকারী কমিশনার ভূমি জুবায়ের হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল-সাকিব বাকি সহ বীরমুক্তিযোদ্ধা, স্থানীয় জন প্রতিনিধি, গণ মাধ্যমকর্মী ও ঘরপ্রাপ্ত উপকারভোগীরা।সিংড়ায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঞা, সিংড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
নাটোর জেলায় ৫৬১৯ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ইতোমধ্যে বিভিন্ন ধাপে ঘর হস্তান্তর করা হয়েছে।