স্টাফ রিপোর্টার
নাটোরে ভূট্রা জমিতে কাজ করার সময় হিট স্ট্রোকে মো. খাইরুল ইসলাম(৫০) নামে এক সৌদি প্রবাসী মারা গেছেন।মঙ্গলবার(৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের উজানপাড়া এলাকা এ ঘটনা ঘটে।
নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।মৃত. মো. খাইরুল ইসলাম(৫০) একই উপজেলার উজানপাড়া এলাকার মোঃ আব্দুর রহমান ছেলে। এবং তিনি একজন সৌদি প্রবাসী।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ ৮ বছর আগে সৌদি আরবে কাজে যান খাইরুল ইসলাম। ঈদে তিন মাসের ছুটিতেখাইরুল নাটোরের নলডাঙ্গায় গ্রামের বাড়িতে আসেন। মঙ্গলবার সকালে নিজের জমিতে ভূট্রা সংগ্রহে যান তিনি। এসময় হঠ্যৎ জমিতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, আমাদের কাছে সকাল ১১টায় খবর আসে খাইরুল ইসলাম নামে এক সৌদি প্রবাসী মারা গেছেন। পরে তার মৃত্যুর সকল প্রক্রিয়া আমাদের একজন মাঠকর্মী সংগ্রহ করেন। সবকিছু শুনে আমাদের কাছে মনে হয়েছে তিনি হয়তবা হিট স্ট্রোকে মারা গিয়েছেন।
এ ঘটনায় নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা মৃতের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।