স্টাফ রিপোর্টার
নাটোরের লালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় এক একজনকে যাবজ্জীন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।এ মামলার অপর দুই আসামি আব্দুল মান্নান ও মুক্তার হোসেনকে খালাস দিয়েছেন।
সোমবার (১৩ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
আসামি ছাব্বির হোসেন লালপুর উপজেলার অমরপুর গ্রামের বাসিন্দা।
স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) এড. আনিসুর রহমান বলেন, বলেন, ২০২০ সালের ২০ নভেম্বরে ভূক্তভোগী স্কুলছাত্রীর বাবা-মা চিকিৎসার জন্য রাজশাহী যান। এ সুযোগে লালপুর উপজেলার অমরপুর এলাকার বাসিন্দা আসামি সাব্বির ৫ম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে। পরে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে একাধিক বার জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভূক্তভোগীর বাবা বাদি হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামিদের গ্রেফতার করেন। এ মামলায় তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। মামলার সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার আদালতের বিচারক ধর্ষণ মামলায় যাবজ্জীন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানাসহ এবং অপহরণের অন্য ধারায় ১৪ বছরের কারাদন্ডের আদেশ দেন।