স্টাফ রিপোর্টার
নাটোরে সড়ক দুর্ঘটনায় দৈনিক জনকণ্ঠের রিপোর্টার কালিদাস রায় গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার বিকালে বেলঘরিয়া মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সংবাদকর্মিরা তাকে উদ্ধার করে নাটোর হাসপাতালে ভর্তি করে। তবে চিকিৎসক জানিয়েছেন কালিদাস এখন আশংকা মুক্ত। তবে তবে তার দুপায়ে আঘাত লাগায় তিনি হাটাচলা করতে পারছেন না।
আহত কালিদাস জানান, তিনি আজ শুক্রবার বিকালে নলডাঙ্গায় কাজ শেষে নাটোর শহরে আসার পথে বেলঘরিয়া মোড়ে পৌছেন। এসময় একটি দ্রæতগামি বাস তার মোটরসাইকেলটির সাথে মেুখোমুখী সংঘর্ষ হতে গেলে তিনি দ্রæত মোটরসাইকেলটিকে ঘুরিয়ে বাঁচেত চেষ্টা করেণ। এসময় বাসের সাইডের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা বিষয়টিকে সাংবাদিকদের জানালে তাকে উদ্ধার করে নাটোর হাসপাতালে ভর্তি করে।