স্টাফ রিপোর্টার
নাটোর সদর উপজেলার ছাতনী এলাকায় অটোরিকশা ও সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে ।নিহত ব্যক্তিকে সনাক্ত করা না গেলেও তার পকেটে ওয়ালটনের কাগজ থেকে জানা যায় নাম আনসার আলী-৫০ চান্দুরা রোড গাজীপুর। অপরদিকে আহতরা হলেন, নলডাঙ্গা উপজেলার হরিদা কলসি গ্রামের হোসেন আলীর ছেলে আক্কাস আলী এবং মল্লিক প্রামানিকা ছেলে মনির হোসেন।
পুলিশ জানায় মঙ্গলবার সকালে ছাতনী -আত্রাাই সড়কেরর ছাতনী দিয়ার এলাকায় একটি অটো রিক্সা এবং সিএনজি মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনজন গুরুতর আহত হয়। সংবাাদ পেয়ে ফায়ার ব্রিগেড কর্মিরা তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান ,নিহত ব্যক্তির প্রকৃত পরিচয় এখনো জানা যায়নি ।তবে তার পকেট থেকে ওয়ালটনের একটি কাগজ পাওয়া গেছে যেখানে নাম আনসার আলী চান্দুরা রোড গাজীপুর উল্লেখ করা রয়েছে ।আমরা ওই ব্যক্তির প্রকৃত পরিচয় উদ্ধার এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।