স্টাফ রিপোর্টার
নাটোর নাটোর শহরের কানাইখালী মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠান বর্জন করেছে জেলা বিএনপি। একজন পুলিশ কর্মকর্তার বাধার মুখে তারা উপদেষ্টা আশিক মাহমুদ সজীব ভুঁঈয়ার সঙ্গে কথা বলতে না পারার প্রতিবাদে এই অনুষ্ঠান বর্জন করেন।
পরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নাটোরের ডিবি কর্মকর্তার অশ্ব জন্য মূলক আচরণের অভিযোগ এনে তার প্রত্যাহার দাবি করেন।সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলন জেলা বিএনপি’র সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, শনিবার সকালে নাটোর মিনি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে নাটোর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা বিএনপির ১০ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়। সে অনুসারে তারা আজ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য কানাইখালি স্টেডিয়ামে উপস্থিত হন এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে কথা বলার চেষ্টা করেন। এ সময় ডিবি পুলিশের ওসি হাসিবুল্লাহ হাসিব তাদেরকে বাধা দিয়ে বলেন ,আপনারা কেউ উপদেষ্টার সঙ্গে কথা বলার কোন চেষ্টা করবেন না । এসময় তারা বিএনপির নেতা পরিচয় দিতে গেলে ডিবির ওসি বলেন আমি আপনাদেরকে চিনি ।আপনাদের পরিচয় দেওয়ার কোন প্রয়োজন নেই। আপনারা প্লিজ সামনে এগুবেন না ।তারা অভিযোগ করেন এ সময় জেলা প্রশাসন সহ পুলিশের উদ্বোধন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন । কিন্তু কেউই কোন প্রতিবাদ করেননি।

তিনি বলেন , বিএনপি একটি বড় রাজনেতিক দল হিসেবে আমরা নুন্যতম সন্মান আশা করতে পারি। কিন্তু আমাদের সাথে তা করা হয়নি। তাহলে কি আমরা ধরে নিব ফ্যাসিস্ট প্রেতাত্বারা এখনো কার্যকর রয়েছে। তিনি এমন আচরণের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ওই ডিবি ওসি হাসিবুল্লাহ হাসিবের অবিলম্বে প্রত্যাহার দাবি করেন। এর আগে তাৎক্ষণিক বর্জন অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ বলেন , আমরা ফ্যাসিস্ট আওয়ামীলীগের গুলিতে নিহত শহীদ সুজনের নামে এই মিনি স্টেডিয়ামের নামকরণের দাবিতে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু আমাদের কোন কথা বলার সুযোগ দেওয়া হয়নি। একারণে আমরা অনুষ্ঠান স্থল ত্যাগ করছি।
সংবাদ সংবাদ সম্মেলনে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বাবুল চৌধুরী, মিজানুল হক ডিউক, সাইফুল ইসলাম আফতাব,মোস্তাফিজুর রহমান শাহীন প্রমূখ।
এ বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. হাবিবুল্লাহ হাসিব কালের কণ্ঠকে বলেন, ‘ডিবি পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিল এবং যথেষ্ট পেশাদারির সঙ্গে কাজ করেছে। আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা তা বাস্তবায়ন করেছি। কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ করা হয়নি।
এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম কালের কণ্ঠকে বলেন,অনুষ্ঠানস্থলে পুরো নিরাপত্তার দায়িত্ব ছিল ওসি ডিবি হাসিবুল্লাহ হাসিবের ওপরে। কিন্তু উপদেষ্টা মহোদয়ের চারপাশে অসংখ্য মানুষের ।ভিড় জমে যায়। এতে করে তার নিরাপত্তাহীনতা দেখা দেয়। একারণে ডিবির ওসি ওই পদক্ষেপ নিয়েছেন। তারপরেও বিষয়টি নিয়ে আমরা দেখছি পুলিশের কোন গাফিলতি ছিল কিনা।