স্টাফ রিপোর্টার
নাটোরে যুবলীগ নেতা মিঠুনের কবজি বিচ্ছিন্ন করার মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলুর জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রওশন আলম। অপরদিকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌর আওয়ামীলীগের সভাপতি মোস্তাকহোসেন মুকুল ও সেন্টুর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নাটোরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রওশন আলম এই নির্দেশ দেন।
আদালত সুত্র জানায় , গত রবিবার রাতে ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীকে নাটোর শহরের বলারীপাড়া এলাকায় ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করা সহ তার ডান হাতের কবজি কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন। এসময় মিঠুনকে বাচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হোন আরো ৪জন। এ ঘটনায় মিঠুনের ভাই স্বপ্ন বাদশাহ বাদী হয়ে গত মঙ্গলবার রাতে নাটোর থানায় নাটোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু নাটোর পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল ও সেন্টু সহ ৩০ জনের নামে একটি মামলা দায়ের করেন। এই মামলায় অভিযুক্ত শরিফুল ইসলাম রমজান , সৈয়দ মোর্তজা বাবলু এবং সেয়দ মোস্তাক আলী মুকুল সহ ৪জন নাটোরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রওশন আলমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত শুনানী শেষে তিন জনের জামিন মঞ্জুর করলেও সৈয়দ মোর্তজা আলীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।