স্টাফ রিপোর্টার
নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে তল্লাশী চালিয়ে দেশীয় অস্ত্রসহ একনকে গ্রেফতার এবং নম্বও প্লেটবিহীন একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। গত শুক্রবার রাতে নাটোর –পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর নামক স্থানে চেক পোস্টে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলা গ্রামের হেদায়েতুল্লার ছেলে মোঃ সাদ্দাম @ তুষার (৩০।
পুলিশ জানায় ,গোপনসুত্রে পুলিশ জানতে পারে শুক্রবার রাত ৯টার দিকে রাজশাহীর মোহনপুর রেল স্টেশন এলাকা থেকে জনৈক শিশির এর ট্রাকে করে ডাকাতির উদ্দেশ্যে পাঁচ/ছয় জন ডাকাত পাবনার উদ্দেশ্যে রওনা করে। ট্রাকটি রাত শোয়া ২টার সময় রাজাপুর পুলিশ চেকপোস্ট এ পৌঁছানোর পরে ট্রাকটি থামানোর জন্য সংকেত দেয় পুলিশ। এ সময় ট্রাকের ড্রাইভার মোহাম্মদ আলী ট্রাক থামিয়ে তাতক্ষণিক দৌড়ে পালিয়ে যায়। ট্রাকে থাকা ডাকাত দলের অন্যান্য সদস্যরা এলোপাথাড়ি দৌড়ে পালানোর সময় সাদ্দামকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ডাকাতির উদ্দেশ্যে ব্যবহারের বিভিন্ন যন্ত্রপাতি ও দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত নম্বর প্লেট বিহীন ট্রাকটি জব্দ করা সহ সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃত আসামী সাদ্দাম @ তুষার এর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।