স্টাফ রিপোর্টার

 

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে নাটোরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, দোয়া ও মোনাজাতসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

নাটোরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত#সংবাদ শৈলী
নাটোরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত#সংবাদ শৈলী

মঙ্গলবার ভোরে নাটোর শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে  শহীদ স্মৃতিসৌধে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, সিভিল সার্জন মুক্তাদির আরেফিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এরপর  মুক্তিযোদ্ধা সংসদ. বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণ,আলোচনা সভা দোয়া ও মোনাজাত করেন।

সকাল সাড়ে আটায় জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক আমসা শাহীন , পুলিশ সুপার আব্দুল ওয়াহাব। এসময় পুলিশ আসমার মহ বিভিন্ন শিকক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ গ্রহণ ও ডিসপ্লে প্রদর্শন  করেন।

সন্ধা ৬ টায় জেলা

পরিষদ অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের সন্মানে সংবর্ধনা সভার অঅয়োজন করে জেলা প্রশাসন।  বেলা সাড়ে তিনটায় নাটোর রাজবাড়ি চত্বরে তিনদিন ব্যাপী বিজয় মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। এছাড়া সন্ধায় জেলা পরিষদ অডিটরিয়ামে বিজয় দিবকসের তাৎপর্য তুলে ধরে অঅলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরবাসী মহান বিজয় দিবস উদযাপন করে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *