স্টাফ রিপোর্টার
নাটোরে ভাতিজিকে হত্যা মামলায় চাচা শাহাদৎ হোসেনকে মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন নাটোর জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম । আজ দুপুরে জনাকীর্ণ আদালতে আসামীর উপস্থিতিতে বিচারক এই রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্ত আসামী শাহাদ] হোসেন-৩০ সিংড়া উপজেলার দেওগাছা গ্রামের মোসলেম প্রামাণিকের ছেলে।
আদালত ও মামলা সুত্রে জানা যায়, ২০১৯ সালের ৪ আগস্ট সিংড়া উপজেলার দেওগাছা গ্রামের আব্দুর রজ্জাকের জ্যাঠা একই উপজেলার পাকুরিয়া গ্রামের আব্বাস আলীর মৃত্যু সংবাদ মেয়ে আব্দুর রজ্জাকের মেয়ে রেশমা১৬ ও রেশমার চাচা শাহাদৎ হোসেনকে রেখে সবাই জানাযায় অংশ গ্রহণের জন্য যায়। বাড়িতে ফিরে এসে রেশমার মৃতদেহ দেখতে পায়। এসময় শাহাদৎ জানায় রেশমার স্টোক করে মৃত্যু হয়েছে।এছাড়া সে বাড়ি থেকে পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় শাহাদতের কথাবার্তা ও রেশমার মৃতদেহ দেখে গ্রামবাসীর সন্দে হলে তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং গ্রামবাসীর সামনেই শাহাদৎ
স্বীকার করে সে রেশমাকে ধর্ষণ করে। এ সময় সে বলে তুমি চাচা হয়ে একাজ করলা । আমি আব্বা আম্মুকে বলে দিব। এতে সে ভয় পেয়ে রেশমার গলা টিপে হত্যা করে। এ ঘটনায় রেশমার মা সোনাভান বিবি বাদী হয়ে ওইদিন সিংড়া থানায় একটি মামলা দায়ের করে। এরপর স্বাক্ষী প্রমাণ গ্রহণ শেষে বিচারক শাহাৎ হাসেনের মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার নির্দেম দেন। তবে ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন।
নাটোর জজ কোর্টের এসপিপি এড. আনিছুর রহমান রায়ের বিষয়টি িিশ্চত করে জানান, এই রায়ে ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে।