রাজশাহী; ৩ পৌষ (১৮ ডিসেম্বর):
আজ বুধবার (১৮ ডিসেম্বর) নাটোর জেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও বিভাগীয় বিএসটিআইয়ের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে বিএসটিআই হতে পরীক্ষণ ব্যতিরেকে ও সিএম লাইসেন্স গ্রহণ না করে ব্যাটারি পানি উৎপাদন, বিক্রয় ও বিতরণ করার অপরাধে নাটোরেরসিংড়ারখেজুরতলাস্থএম কে এস ট্রেডার্সের স্বত্বাধিকারী জিয়াউর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়। উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরিজু তামান্না। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়েরফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেন ।
জনস্বার্থে এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে বিএসটিআইসূত্রে জানা যায়। (প্রেস বিজ্ঞপ্তি)