স্টাফ রিপোর্টার
নাটোর জেলা যুবদলের সাবেক সভাপতি বর্তমানে জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাবতে গুলি ও কুপিয়ে আহত করার অভিযোগ করা হয়েছে এমপি শফিকুল ইসলাম শিমুল সমর্থককদের বিরুদ্ধে। আজ সকালে নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা বিএনপির সদস্য সাবেক জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেওয়ান শাহীন জানান, সকাল সাড়ে ৭টার দিকে নাটোর জেলা যুবদলের সাবেক সভাপতি বর্তমানে জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব নাটোর স্টেশন বাজার এলাকায় দাড়িয়ে ছিলেন। এসময় নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সমর্থক কোয়েলের নেতৃত্বে হরতাল বিরোধী একটি মোটরাসাইকেল মহড়া সহ সেখানে উপস্থিত হয়। এসময় তারা সাইফুল ইসলাম আফতাবকে গুলি ও কুপিয়ে গুরুতর আহত করে। আশংকা জনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম শিমুল বলেন তার নেতা কর্মিরা রাজপথে হরতাল বিরোধী অবস্থানে রয়েছেন। তবে সাইফুল ইসলাম আফতাবের ওপরে হামলার অভিযোগ সঠিক নয়। এটা তাদের আভ্য্যন্তরীন বিরোধের ফল।
এ বিষয়ে নাটোর থানার ওসি নাছিম আহমেদ জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে কেউ কোন অভিযোগ করেননি।