স্টাফ রিপোর্টার
নাশকতার প্রস্তুতির অভিযোগ এনে নাটোরে ৩৭জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, হরতালকে কেন্দ্র করে গতকাল রাত থেকে রোববার দুপুর পর্যন্ত জেলাব্যাপী অভিযান চালানো হয়। এসময় নাশকতার প্রস্তুতির সময় গতকাল রাত ১টার দিকে গুরুদাসপুরের নাজিম উদ্দিন এন্ড কলেজ রোড থেকে ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হেনা, নাজিরপুর ইউনিয়ন বিএনপি নেতা মুক্তার হোসেন ও ধারবারিষা ইউনিয়ন জামায়াত নেতা আব্দুল গণিকে আটক করা হয়। নাটোরের সিংড়া পৌর বিএনপির যুগ্ম আহŸায়ক মহিদুল ইসলামসহ ৫ জন বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিংড়া পৌর বিএনপির যুগ্ম আহŸায়ক ও সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, সুকাশ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহŸায়ক আকতারুজ্জামান বাবুল, কলম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহŸায়ক আব্দুর রশিদ, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলাম রসুল, ইটালী ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি কর্মী জাহাঙ্গীর আলম। গত রাতে অভিযান চালিয়ে লালপুর থানায় ৮ জনকে আটক করা হয়। এরমধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পুু, লালপুর থানা যুবদলের আহবায়ক আব্দুস সালাম, লালপুর থানা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির সুইট, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রুবেল রয়েছেন।
এছাড়াও নাশকতার প্রস্তুতির অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের আরও ২১ নেতাকর্মীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু জানান, জেলায় বিএনপির অনেক নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। গ্রেফতার এড়াতে তাদের অনেক নেতা কর্মি গা ঢাকা দিয়েছে। এছাড়া অনেকেই ঢাকা মহাসমাবেশ থেকে নাটোরে ফিরতে পারেননি।