স্টাফ রিপোর্টার
নাটোরের গুরুদাসপুরে অপ্রাপ্তবয়স্ক কনের বাল্য বিয়ের চেষ্টার দায়ে বর ও কনে পক্ষকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার নাজিরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ।
প্রত্যক্ষ দর্শী ও উপজেলা প্রশাসন সুত্রে জানা যায় , গুরুদাসপুর ইপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর গ্রামে অপ্রাপ্ত বয়স্ক ১৩ বছর বয়সী এক কনের বিয়ে আয়োজনের প্রস্তুতি চলছিল।গোপনসুত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দেয়।
এসময় গুরুদাসপুর উপজেলার বেড়গঙ্গারামপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে আতিক আলীর ১০ হাজার টাকা জরিমানা করাসহ বাল্য বিয়ে করবেনা এই শর্তে নিখিত মুচালেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।
অন্যদিকে কনের বাবা একই গ্রামের বাসিন্দা মৃত মসলেমআলীর ছেলে মো. মকবুল হোসেনের (৪৯)১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতে তার মেয়ের বাল্য বিয়ে দিবেনা মর্মে মুচলেকা প্রদানের মাধ্যমে তাকেও মুক্তি দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ বলেন, “বাল্যবিবাহ রোধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে।