স্টাফ রিপোর্টার
বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার কালেক্টরেট ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পাঘৃ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলাম স্থানীয় সরকার উপ-পরিচালক আশরাফুল ইসলাম, ডিডি কৃষি আব্দুল ওয়াদুদ, জজ কোর্টের পিপি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল ইসলামসহ সরকারী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। পরে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ৫০ জন অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রত্যেককে ২ হাজার করে ১লাখ টাকা এবং মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ১২০ জন নারীকে ১৪ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।