স্টাফ রিপোর্টার
নাটোর শহরের নীচাবাজার সোনালী ব্যাংক এলাকা থেকে প্রতারকচক্রের সদস্য সন্দেহে ৪ নারীকে আটক করে স্থানীয় লোকজন। সংবাদ পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটক নারীরা হলেন-জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মিঠুর মেয়ে রজনী, একই এলাকার বরকতউল্লাহর স্ত্রী বিলকিস বেগম, নাটোর বড়াইগ্রাম উপজেলার আক্কাসের মেয়ে বন্যা পারভীন এবং জেলার সিংড়া উপজেলার উত্তর দমদমা এলাকার আলমের মেয়ে মারুফা।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকেই নারীদের একটি প্রতারকচক্র নীচাবাজার সোনালী ব্যাংক এলাকায় সক্রিয় ছিল। কোন বয়স্ক মানুষ ব্যাংক থেকে টাকা তোলার পর ওই চক্রের সদস্যরা তাকে ঘিরে ধরে কৌশলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। আটক ৪ নারী প্রতারক চক্রের সদস্য। তবে জানতে চাইলে ৪ নারী অভিযোগ অস্বীকার করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন , তাদের বাড়ি বিভিন্ন জায়গায় । তারপরে তারা এক সংগে ছিল। বিষয়টি নিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে।