নাটোরে পৌরসভার পানি পান করে ডায়রিয়ায় আক্রান্ত বেড়ে ২ শতাধিক #সংবাদ শৈলীনাটোরে পৌরসভার পানি পান করে ডায়রিয়ায় আক্রান্ত বেড়ে ২ শতাধিক#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নাটোর পৌরসভার সরবরাহকৃত পানি পান করে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বেড়ে ২১৪ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে নারী ও শিশু ওয়ার্ডে ১৪৯ জন এবং পুরুষ ওয়ার্ডে ৬৫ জন ভর্তি রয়েছেন।
সরেজমিনে নাটোর হাসপাতালে দেখা যায়, ডায়রিয়া ওয়ার্ডে উপচে পড়া ভিড়। মঙ্গলবার থেকে বুধবার রাত পর্যন্ত হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। স্থান সংকুলান না হওয়ায় অনেককে বারান্দায় অথবা ওয়ার্ডের মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আক্রান্ত রোগী ও স্বজনরা জানান, নাটোর পৌরসভার সরবরাহ করা পানি পান করার পর থেকেই পেটে ব্যথা শুরু হয়। ডায়রিয়ায় মূলত উত্তর পটুয়াপাড়া, ঝাউতলা ও কাঠালবাড়িয়া এলাকার লোকজন আক্রান্ত হয়েছেন।
সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা আকাশ নামে একজন জানান, মঙ্গলবার পৌরসভার সরবরাহ করা পানি পান করার পর থেকেই তার স্ত্রীর পেটে ব্যথা শুরু করে। রাতে পরিস্থিতির অবনতি হলে নাটোর আধুনিক সদর হাসপাতালে ডায়রিয়া বিভাগে ভর্তি করেন।
বুধবার নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন, পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন, নাটোরের সিভিল সার্জন ডাক্তার মো. মুক্তাদির আরেফিন ডায়রিয়া ওয়ার্ড পরিদর্শন করেছেন।
সিভিল সার্জন ডাক্তার মুক্তাদির আরেফিন বলেন, আমরা ধারণা করছি পানি পান করার ফলেই বেশিরভাগ নারী, শিশু ও পুরুষ ডায়রিয়া আক্রান্ত হয়েছেন। আমরা নমুনা সংগ্রহ করে আইসিডিডিআরবি গবেষণা কেন্দ্রে পাঠিয়েছি। আমাদের পর্যাপ্ত স্যালাইন এবং ওই অন্যান্য ওষুধ রয়েছে। রোগীদের চিকিৎসায় কোনো সমস্যা হবে না। এখন পর্যন্ত ২১৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।
জেলা প্রশাসক আসমা শাহীন নাটোর হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সকলকে পৌরসবরবরাহকৃত পানি ফুটিয়ে যাওয়ার পরামর্শ দেন।
অপরদিকে নাটোর পৌর প্রশাসক আসমা খাতুন জানান, তারা অতিরিক্ত স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার বিতরণ করছেন। কেন এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *