স্টাফ রিপোর্টার
নাটোরের নলডাঙ্গায় পুকুর থেকে মাছ চুরির অভিযোগে আব্দুল মান্নান-৪৮ নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে । গতরাতে উপজেলা রামশা-কাজিপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় আব্দুল মান্নান কে নাটোর আধুনিক সদর হাসপাতালে কর্র্তব্যরত চিকিৎসক তােেক মৃত ঘোষণা করেন। । মৃত আব্দুল মান্নান সমস কলসি গ্রামের আইনুদ্দিনের ছেলে ।
এলাকাবাসী জানায় , গতরাত ১টার দিকে মান্নানসহ কয়েকজন রামসাকাজি এলাকায় রামশাকাজিপুর গ্রামের জাহিদুল ইসলামের লিজকৃত পুকুরে মাছ চুরি উদ্যেশ্যে যায়।এসময় পুকুর পাহারাদারের চোর সন্দেহে চিকৎকার করলে স্থানীয়রা তাদের ধাওয়া করে।এসময় সবাই পালিয়ে গেলেও পার্শবর্তী এলাকায় রামসসাকাজীপুর গ্রােেমর কাসোবাড়িয়া এলাকায় মান্নানকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। এলাকাবাসী মান্নানকে উদ্ধার করে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নাটোর সদর হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
আব্দুল মান্নানের স্ত্রী ফাতেমা বেগম জানান একটি ফোন পেয়ে রাত দশটার দিকে মান্নান বাড়ি থেকে বের হয়ে যায় ।এরপরএলাকাবাসী জানায় তার স্বামী গুরুতর আহত। এ অবস্থায় তাকে আজ সকালে নাটোর সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এ ঘটনা নিশ্চিত করে বলেন,পুকুরে মাছ চুরির চোর সন্দেহে এলাকাবাসীর গনপিটুনিতে আহত মান্নান সোমবার সকালে নাটোর সদর হাসপাতালে মারা যায়।এঘটনায় এখন পযন্ত কাউ কে শনাক্ত করা যায়নি।তবে অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।#