স্টাফ রিপোর্টার
নাটোরে পুকুর খনন করার সময় এক্সকেভেটর মেশিনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে নাটোর সদর উপজেলার পাইকেরদোল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাাস।থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকেরদোল উচ্চ বিদ্যালয়ের পেছনে নাটোর শহরের কান্দিভিটা এলাকার একরামুল ইসলাম গত ৮-১০ দিন ধরে রাতের আঁধারে পুকুর খনন করছিলেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে একদল যুবক ৮/১০টি মোটরসাইকেলে এসে পুকুরে থাকা ভেকু মেশিনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার শাহাদত বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায়ভেকু মেশিনের আগুন নিয়ন্ত্রণে আসে।
নাটোর থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।