নাটোরে পিস্তল ঠেকিয়ে সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাই#সংগৃহিত ছবিনাটোরে পিস্তল ঠেকিয়ে সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাই#সংগৃহিত ছবি

স্টাফ রিপোর্টার

নাটোরের বড়াইগ্রামে পিস্তল ঠেকিয়ে বিজয় টেলিভিশনের নাটোর জেলা প্রতিনিধি শাকিল আহমেদ এর নীল রংয়ের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টার দিকে উপজেলা বনপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মাঝগাঁও সুতিরপার এলাকার ফিডার রোড থেকে ৩ দুর্বৃত্ত পিস্তল ঠেকিয়ে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।
সাংবাদিক শাকিল আহমেদ জানান, বাড়ি যাওয়ার পথে পেছন দিক থেকে নাম্বার বিহীন ১৩৫ সিসি লাল ডিসকভার মোটরসাইকেল নিয়ে ৩ জন আমার পথ গতিরোধ করে এবং পিস্তল ঠেকিয়ে আমার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এই ৩ জনের মধ্যে দুই জনের বয়স ২২ থেকে ২৫ বছর এবং অপর একজনের বয়স ৩০ এর উপরে হবে। আমার মোটরসাইকেলটি একজন চালিয়ে নিয়ে বড়াইগ্রাম থানার মোড়ের দিকে চলে যায়।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন জানান, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার ও ছিনতাইকারীদের চিহ্নিত করতে পুলিশ রাতভর বিভিন্ন জায়গায় তৎপরতা চালিয়েছে এবং উদ্ধার না হওয়া পর্যন্ত পুলিশী তৎপরতা অব্যাহত থাকবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *