নাটোরে নেসকোর প্রিপেইড মিটার বাতিলের দাবিতে দিনভর বিক্ষোভ-অবরোধ#সংবাদ শৈলীনাটোরে নেসকোর প্রিপেইড মিটার বাতিলের দাবিতে দিনভর বিক্ষোভ-অবরোধ#সংবাদ শৈলী


স্টাফ রিপোর্টার
নাটোরে নেসকোর প্রিপেইড মিটার বাতিলের দাবিতে সোমবার সকাল ১১টা থেকে রাত্রী ১০টা পর্যন্ত অবরোধ বিক্ষোভ করেছে নাটোর পৌর এলাকার কর্মসূচি করেছে ছাত্র-জনতা। অবরোধের কারণে শহরের প্রধান সড়ক নাটোর শহরের মাদরাসা মোড় থেকে স্টেশন বাজার পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাত ১০টায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিক্ষোভকারীদের মধ্য প্রতিনিধি নিয়ে মন্ত্রণালয়ে সঙ্গে বৈঠকের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক অেবরোধ ও বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করে নেন।
আন্দোলনকারীরা জানান, , নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) প্রিপেইড মিটার বাতিলসহ ৫ দফা দাবিতে সোমবার বেলা ১১টা থেকে জেলার সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে শহরের আল্নাইপুর নেসকো অফিসের মূল ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। তারা সন্ধ্যার পর থেকে শহরের মূল সড়ক অবরোধ করেন। এর আগে বেলা ২টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। অপরদিকে নাটোর নেসকোর নির্বাহী প্রকৌশলী বিশাল আগারওয়াল বলেন, এটা যেহেতু মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়, তারা মন্ত্রণালয়কে বিষয়টি অবগত করেছেন। কিন্তু বিক্ষোভকারীরা সে আশ্বাসে সন্তুষ্ট না হয়ে সড়ক অবরোধ করে রাখে। ফলে নাটোর শহরের মূল সড়ক মাদরাসা মোড় পুরাতন বাস টার্মিনাল থেকে স্টেশন বাজার পর্যন্ত সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় স্কুলকলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে ক্রিকেট খেলতে দেখা যায়।সন্ধার পরে দেখা যায় একদিকে বিক্ষোভ চলছে অন্যদিকে চলছে খিচুরী রান্নার আয়োজন।
বিক্ষোভকারীদের অভিযোগ, নেসকোর প্রিপেইড মিটার প্রতিস্থাপনের পর থেকে বিভিন্ন চার্জের নামে টাকা কেটে নেওয়া হচ্ছে। এছাড়া বিদ্যুতের খুঁটি থেকে মিটার পর্যন্ত তার গ্রাহককেই কিনতে হচ্ছে। ডিমান্ডে চার্জসহ বিভিন্ চার্জের নামে কেটে নেওয়া হচ্ছে অতিকরিক্ত টাকা। তাই অবিলম্বে নেসকোর প্রিপেইড মিটার বাতিল করে এনালগ মিটার প্রতিস্থাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। রাত ৮টার দিকে আন্দোলনকারীরা দাবি নেসকোর প্রিপেইড মিটার বাতিলের দাবিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ১ ঘন্টার আল্টিমেটাম দেন। এরমধ্যে ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা না বললে এবং দাবি আদায় না হয়ে নেসকো’র কার্যালয়ের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশের হুশিয়ারি উচ্চারণ করে উত্তেজিত ছাত্র-জনতা। পরে আন্দোলনকারীরা নানা স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারীরা জানান, প্রায় এক বছর ধরে নেসকোর চাপিয়ে দেওয়া প্রিপেইড মিটার বাতিলের দাবি জানিয়ে আসছে নাটোরের শিক্ষার্থী ও ছাত্র জনতা। সমস্যা সমাধানে এরআগে একাধিকবার নেসকো অফিস ঘেরাও করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের সাথে সাধারণ শিক্ষার্থীদের একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু প্রিপেইড মিটার বাতিল করা হয়নি। দীর্ঘদিন ধরে নেসকোর বিভিন্ন অনিয়ম,অস্বচ্ছ বিলিং, অতিরিক্ত চার্জ আরোপ, মিটারজনিত নানা জটিলতায় ভুগছে নাটোরবাসী।


পরে রাত ৯টার দিকে টার দিকে জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার তারিকুল ইসলাম নেসকো অফিসের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসক সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নেসকোর কর্মকর্তাদের সঙ্গে বিক্ষোভকারীদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে সমস্যা সমাধানের আশ্বাস দেন। আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হয়। এর আগে বিএনপি ও এনসিপির প্রতিনিধিরা বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নেসকোর প্রিপেইড মিটার বাতিলের দাবিতে এর আগেও আন্দোলন হয়েছিল। নেসকো কর্তৃপক্ষ না মানায় আজ পুনরায় তারা আন্দোলন করেছেন। পুলিশ তাদের দায়িত্ব সতর্কতার সঙ্গে পালন করেছেন। এসময় কোনো সহিংস ঘটনা ঘটেনি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *