স্টাফ রিপোর্টার:
নাটোরে ভয়েসেস ফর চেঞ্জ প্রকল্পের আওতায় নীতি ও কার্যক্রমে জেন্ডার ও জলবায়ু পরিবর্তন, মূলধারায় অন্তর্ভূক্তিকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নাটোর শহরের খান ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে বুধবার দিনব্যাপী খান ফাউন্ডেশন এবং সহযোগী সংস্থা আলো’র বাস্তবায়নে ও এস ডি জি গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র আর্থিক সহযোগীতায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার শাহিনা লাইজুর পরিচালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলো সংস্থার নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, নাটোর সদর হাসপাতালের সমাজসেবা অফিসার শাহনাজ পারভীন, প্রজেক্ট অফিসার মাহফুজুর রহমান, প্রজেক্ট অফিসার সৈয়দা তাহেরা খানম। কর্মশালায় জেন্ডার সমতা, জলবায়ু পরিবর্তন এবং নীতি নির্ধারণ পর্যায়ে কাজের নানা দিক তুলে ধরা হয়।
নাটোরে নীতি ও কার্যক্রমে জেন্ডার ও জলবায়ু পরিবর্তন, মূলধারায় অন্তর্ভূক্তিকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
