স্টাফ রিপোর্টার
নাটোরে সিমেন্ট বোঝাই ট্রাকের নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে চালক নিহত এবং অপর একজন আহত হয়েছেন।শুক্রবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার নাটোর -ঢাকা মহামড়কের হয়বতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম -২৫ পাবনা জেলার সাথীয়া উপজেলার করোমজা গ্রামের আফসার উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী সিমেন্ট বোঝাই ট্রাকটি নাটোর-ঢাকা মহাসড়কের হয়বতপুর এলাকায় পৌঁছালে হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক শফিকুল ইসলামের মৃত্যু হয়।
এসময় মৃদুল নামে আরও একজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নাটোর থানার ওসি নাসিম আহমেদ বলেন , এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে