স্টাফ রিপোর্টার
নাটোরে দেশের প্রথম জিআই পণ্য ভিত্তিক মেলা-স্মার্ট ভিলেজ এক্সপো উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে স্থানীয় একটি চায়নিজ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিজিটাল পল্লীর ভাইস প্রেসিডেন্ট জাহিদুজ্জামান সাঈদ, ই-ক্যাব ব্র্যান্ডিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আদনান আহমেদ ও ডিজিটাল পল্লীর রাজশাহী অঞ্চলের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান টুটুল। এ সময় বক্তারা বলেন, “গ্রাম থেকে বিশ্বে” এই শ্লোগানকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী শনিবার নাটোরের সিংড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম ডিজিটাল পল্লী: স্মার্ট ভিলেজ এক্সপো ও দেশের প্রথম জিআই পণ্য ভিত্তিক প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রনালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল ও ই- কমার্স অ্যাসোসিয়েশ অফ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে মডেল ই-কমার্স ভিলেজ হিসেবে ডিজিটাল পল্লীর বিভিন্ন কর্মকান্ড, পণ্য ও সেবা তুলে ধরতেই এই আয়োজন। সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী শনিবার নাটোরের সিংড়ায় এই মেলার উদ্বোধন করবেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।#