স্টাফ রিপোর্টার
নাটোরে দুর্নীতি প্রতিরোধে শপথ নিলেন ছাত্র-শিক্ষক, সাংবাদিকসহ শতাধিক নাগরিক। ২২ জুলাই, ২০২৫ (মঙ্গলবার) সকাল ০৯:৩০ টায় স্থানীয় সাহারা রেস্টুরেন্টে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক), নাটোর-এর আয়োজনে “স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় ” শীর্ষক সভায় তাঁরা এ শপথ নেন। সভায় দুর্নীতিবিরোধী স্বেচ্ছাব্রতী সংগঠন সনাক ও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে কমিউনিটিভিত্তিক একটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর ১১০ জন সদস্য অংশগ্রহণ করেন।
সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি রেজাউল করিম রেজা এর সভাপতিত্বে সভার মূল আলোচ্য বিষয় তুলে ধরেন টিআইবি প্রধান কার্যালয়ের সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর মো. আতিকুর রহমান।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সহ-সভাপতি শামীমা আখতার বীথি। এতে সনাক এর পক্ষ থেকে সনাক সদস্য হাফিজা খানম (জেসমিন),মোঃ সাইফুল হুদা (বজু), মো: আব্দুর রাজ্জাক, রুবিনা খাতুন, মোঃ রিপন আলী ইয়েসের পক্ষ থেকে মোঃ সৈকত আলী, মোঃ তারমিহিম ইসলাম ও সাকিলা আক্তার (মীম) এসিজি সহ-সমন্বয়ক মোছাঃ নুরজাহান খাতুন, মোঃ মনোনয়ার হোসেন বাশার, মোঃ আবদুল কাদের সহ মোট ১৫ জন অভিজ্ঞতা বিনিময়, সফলতা এবং করণীয় সর্ম্পকে মতামত প্রদান করেন।
এর আগে, সনাক কার্যক্রমের অর্জন, চ্যালেঞ্জ ও উত্তোরণের উপায় তুলে ধরেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই মোঃ শফিউল ইসলাম। আলোচনা শেষে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করা হয়।
সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এখানে যে বিষয়গুলো বিশেষভাবে উঠে এসেছে তা হলো কিছু বিদ্যালয়ে নিয়মিত ছাত্র উপস্থিতি কম, কিছু বিদ্যালয়ের শিক্ষার জন্য উপযুক্ত পরিবেশ নেই, বিদ্যালয় সীমানা প্রচীর নেই, ইত্যাদি। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রগুলো সময়মতো খোলা ও বন্ধ করা, অপর্যাপ্ত সংখ্যক স্টাফ, চাহিদার তুলনার কম ঔষুধ সরবরাহ, ঔষুধ প্রদানের ক্ষেত্রে ঔষুধ সেবনের নির্দেশনা থাকে না ইত্যাদি। এছাড়াও দৃশমান স্থানে তথ্য প্রদানকারী কর্মকর্তার তথ্য না থাকা, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা টিআইবিকে ধন্যবাদ জানান ও স্থানীয় পর্যায়ে দুনীতিবিরোধী আন্দোলন বাস্তবায়নে সনাক-ইয়েস ও এসিজি একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।